শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
236
আজিজুল হক শ্যামনগর ইউনিয়ন প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আছিয়া খাতুন নামে এক ১৪ মাসের শিশুর মৃত্যু হয়েছে।১৬ জুলাই রোববার সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রাহ্মাশাসন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।আছিয়া খাতুন ব্রাহ্মাশাসন গ্রামের আজিজুল ইসলামের কন্যা।জানা যায়, রোববার সকালে পিতা আজিজুল ইসলাম রাজমিস্ত্রী কাজে যাওয়াই পাশের বাড়ি খেলা করছিলো শিশুটি। সেই সময় মা ওলুফা বেগম মেয়েকে রেখে ধানের জমিতে হাঁস তাড়াতে যায়। বাড়িতে ফিরে শিশু সন্তানের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। বিভিন্ন জায়গায় খোঁজার পর বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখেন তিনি। শিশুকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার ফাতেমা ইদ্রিস ইভা শিশুকে মৃত্যু ঘোষণা করেন। তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।এ প্রসঙ্গে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here