ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য স্মারকলিপি

0
180

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), যশোর শহর শাখার উদ্যোগে আজ ১৭ জুলাই সোমবার ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর পৌর মেয়র হায়দার গণি খান পলাশ ও যশোর জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ^াস বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, সহ- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, শহর শাখার সহ- সম্পাদক কিশোর কুমার কাজল, সদস্য জাকির হোসেন, শবে কদর ও আনন্দ চৌধুরী। স্মারকলিপিতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে উল্লেখ করা হয় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজ সম্মলিতভাবে এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী টিম গঠণের মাধ্যমে এডিস মশার লাভা ও উৎপত্তিস্থল চিহ্নিত করে ধ্বংস করার জরুরী উদ্যোগ নিতে হবে। নিয়মিত এলাকাভিত্তিক পর্যবেক্ষণ করার ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এডিস মশা ধ্বংসে ব্যবহৃত ঔষধের কার্যকারিতা আছে কিনা তা পর্যবেক্ষেণ করতে হবে। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত্র রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং যশোর শহরের মানুষের ডেঙ্গু জ¦রে আক্রান্ত্র হওয়ার হাত থেকে রক্ষা করে স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাসের ব্যবস্থা ও চিকিৎসা সেবা নিশ্চিত হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here