যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্বাস্থ্য মন্ত্রানলয়ে বদলী হওয়ায় বিকেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

0
185
প্রেস বিজ্ঞপ্তিঃ জেলা প্রশাসককে মৎস্য জীবী লীগের শুভেচ্ছা ঃ যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্বাস্থ্য মন্ত্রানলয়ে বদলী হওয়ায় বিকেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি ও সরকারি জলমহাল কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা বাদশা, মৎস্য জীবী লীগ নেতা  নারায়ণ চন্দ্র বিশ্বাস, শেখ সাদেক, মশিয়ার রহমান, ওহিদুল পাটোয়ারী, আল আমীন মৃধা,  জুয়েল হোসেন ও শাহীদ ইমরান সবুজ প্রমুখ। শুভেচ্ছা বিনিময় শেষে যশোর জেলা মৎস্য জীবী লীগ সভাপতি মো আবু তোহা বলেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বিগত তিন বছরে সাধারণ মৎস্য জীবী, মাছ চাষী ও জেলে দের জীবন মান উন্নয়নে অবদান রেখে গেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তিনি হ্যান্ড স্যানিটাইজার, হাতধোয়া সাবান, মাস্ক ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন। জেলেদের মাঝে চাউল বরাদ্দ করেছেন এবং শীতকালে কম্বল বিতরণ করেন। সাধারণ মৎস্য জীবীদের কল্যানে তাঁর অবদান অতুলনীয়। যশোর জেলা মৎস্য জীবীলীগ আগামী দিনে তাঁর উত্তোরতোর সাফল্য কামনা করি। বার্তা প্রেরকঃ শাহীদ ইমরান সবুজ সাধারণ সম্পাদক সদর উপজেলা মৎস্য জীবী লীগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here