স্টাফ রিপোর্টারঃ মণিরামপুর থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন জিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মণিরামপুর উপজেলার শ্যামনগর গ্রামের মৃত-শিহাব উদ্দিনের ছেলে জাহিদ হাসান।
বৃহস্প্রতিবার (২০ জুলাই) রাতে কেশবপুর থানার গড়ভাঙ্গা গ্রামে তার শ্বশুরবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানা পুলিশের এএসআই অশোক রাজ ও এএসআই কাজল চ্যাটার্জী সঙ্গীয় ফোর্সসহ নারী ও শিশু নির্যাতন ৬৩/২৩ জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদ হাসানকে পার্শ্ববর্তী কেশবপুর থানার গড়ভাঙ্গা গ্রামে তার শ্বশুরবাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন পলাতক ওয়ারেন্টভুক্ত জাহিদ হাসান নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা সহ একাধিক মামলা আছে। শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।















