স্টাফ রিপোর্টার : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন ভাইপো কে হত্যার উদ্দেশ্যে আহত করেছে চাচা আলমগীর। ঘটনাটি ঘটেছে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায়। আহত ভাইপো হুমায়ুন কবীর জনি (৩৬) কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে চাচা আলমগীরের সাথে ভাইপো হুমায়ুন কবীর জনি ও হাফিজুর রহমানের সাথে বিরোধ চলছিল। তারই জের ধরে সম্প্রতি চাচা আলমগীর স্থানীয় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত রনি,তাজ, রাজুসহ আরো কয়েকজনের সাথে যোগসাজসে ভাইপো হুমায়ুন কবীর জনি ও হাফিজুর রহমানকে বেধড়ক মারপিট করে। ভাইদেও ঠেকাতে আসলে বোন আফরোজা বেগম লাকি (৪৫ কেও সন্ত্রাসীরা মারপিট করে। এসময় চাচা আলমগীর ভাইপো জনিকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা এগিয়ে আসলে আলমগীরসহ সন্ত্রাসীরা প্রকাশ্যে জনি ও তার ভাইকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত জনিকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপাওে হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন কবীর জনি জানান, তার চাচা ও চাচাত ভাইয়েরা স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সাথে ওঠাবসা করে। তারাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত। এই সন্ত্রাসীচক্রটি দীর্ঘদিন ধওে তাদেরকে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদেও চক্রান্ত করছে। তারই অংশ হিসেবে সম্প্রতি তাদেও ২ ভাই ও বোনকে মারপিট কওে বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করে। স্থানীয়দেও প্রতিরোধে তাদেও চেষ্টা ব্যর্থ হয়। যার কারনে বর্তমানে চাচা আলমগীর ও তার ছেলে এবং ভাড়াটে সন্ত্রাসীরা তাদেও ভােিবানকে হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জনি জানান।















