কেশবপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

0
151

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে সাপের কামড়ে মোহনা চক্রবর্তী মিতু (১২) নামে এক স্কুল ছাত্রী মারা গেছে।
সোমবার রাতে উপজেলার গৌরীঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীঘোনা গ্রামের কার্তিক
চক্রবর্তীর মেয়ে মোহনা চক্রবর্তী মিতু সোমবার রাতে তার দাদির সঙ্গে ঘরের ভেতর
ঘুমিয়েছিল। রাত ১১টার দিকে তাকে ঘুমের ভেতর বিষাক্ত সাপে কামড় দেয়। বিষের যন্ত্রণা
শুরু হলে পরিবারের লোকজন তাকে স্থানীয় একজন ওঝার কাছে নিয়ে যায়। সেখানে
ঝাড়ফুঁকে কোন কাজ না হওয়ায় মিতুকে অন্য আরেক ওঝার কাছে নেওয়া হয়। এখানে
ঝাড়ফুঁক করার সময় মিতুর অবস্থার অবনতি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোহনা চক্রবর্তী মিতু ডুমুরিয়া
উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের মেম্বার বিশ্বজিৎ মল্লিক
বলেন, মঙ্গলবার সকালে গৌরীঘোনা দক্ষিণপাড়া মহাশ্মশানে মিতুর শেষ কৃত্যানুষ্ঠান
স¤পন্ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here