আজম খান, বাঘারপাড়া(যশোর) : মৎস্য ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার জাতীয় মৎস্য পদক-২০২৩ প্রদান করেছে। এর মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা পলশ বালা ব্রোঞ্জপদক পেয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা পলাশ বালার হাতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একটি ব্রোঞ্জের মেডেল, সম্মাননা সনদ ও নগদ ২০ হাজার টাকা তুলে দেন।
এ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ,মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকতার্গন।
মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। হ্রাস পাচ্ছে বেকারত্ব। অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। একারনে মৎস্য খাতকে এগিয়ে নিতে হবে।















