এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে বৃহস্পতিবার দুইদিনব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ওই সাহিত্য মেলার উদ্বোধন করেন। বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জেলা প্রশাসনের সহযোগিতায় দুইদিনব্যাপি এ সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সাহিত্য মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সাহিত্য মেলায় প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সুস্মিতা ইসলাম ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদার লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। কেশবপুর উপজেলার সাহিত্য ও সংস্কৃতির উপর প্রবন্ধ পাঠ করেন মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ। আলোচনা করেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের চেয়ারম্যান লেখক মুহম্মদ শফি, অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী অধ্যাপক হাসেম আলী ফকির, লেখক তাপস মজুমদার, কবি মকবুল মাহফুজ ও অধ্যাপক শফিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উজ্জ্বল ব্যানার্জী। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সাহিত্য মেলায় থাকছে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে বৃহম্পতিবার সকালে তিনি কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান। এ উপজেলার বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য দেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক দীলিপ মোদক, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রহমান, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উজ্জ্বল ব্যানার্জী প্রমুখ।















