বাঘারপাড়া উপজেলা নিবার্হী অফিসারের বিদায় সংবর্ধনা  

0
138
আজম খান, বাঘারপাড়া(যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কাযার্লয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন নিবার্হী অফিসারের সহধর্মিণী শাহীনুর আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ ফিরোজ আহম্মেদ , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সবদুল হোসেন খান , জাকির হোসেন , আরিফুল ইসলাম তিব্বত, রবিউল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু , প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির , সাংবাদিক প্রদীপ বিশ্বাস ও রাকিব হোসেন প্রমুখ।
প্রসঙ্গত গত বছরের ৪ আগষ্ট সৈয়দ জাকির হাসান নিবার্হী অফিসার হিসাবে এ উপজেলায় যোগদান করেন। পদোন্নতি জনিত কারনে তিনি সরকারী মুদ্রণালয় (বিজি প্রেস) সিনিয়র সহকারী পরিচালক পদে যোগদান করবেন বলে জানা গেছে। এদিকে নবাগত উপজেলা নিবার্হী অফিসার হোসনে আরা তান্নি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বৃহস্পতিবার বাঘারপাড়ায় যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here