মহেশপুরে দুই দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

0
147

মহেশপুর, ঝিনাইদহ, অফিস : সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে মহেশপুরে দুই দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।  এসময় ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, পৌর মেয়র আব্দুর রশিদ খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তপন কুমার রায়, বেগবতী সম্পাদক সুমন শিকদার, আব্দুর রাজ্জাক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার গাঙ্গুলী, ড. ওয়াহেদুল মুরাদ প্রমুখ। উল্লেখ্য, ২৭ ও ২৮ শে জুলাই ঝিনাইদহসহ দেশে বিভিন্ন স্থান থেকে কবি সাহিত্যক গণ এই মেলায় অংশ নিবেন।রাতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here