ভ্রাম্যমান প্রতিনিধি , ডুমুরিয়া (খুলনা) । খুলনার ডুমুরিয়ায় দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে কৌশলে খাইয়ে দিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে সন্তানসহ এক যুবকের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে গৃহবধূ। এ ঘটনায় গৃহবধূর স্বামী ৩ জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা, ডুমুরিয়া উপজেলার খোরেরাবাদ গ্রামের মৃত হরিদাস মন্ডলের ছেলে জ্যোতির্ময় মন্ডলের সাথে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের রমেশ সরকারের মেয়ে স্মৃতি মন্ডলের ৫ বছর পূর্বে সনাতন ধর্ম অনুযায়ী বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘর আলোকিত করে পালক মন্ডল নামে এক ফুটপুটে কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে পালক মন্ডলের বয়স ৩ বছর। কিন্তু ২ বছর আগে স্ত্রী অবাধ্য হয়ে চলাফেরা সহ খোরেরাবাদ গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে রিপন মন্ডলের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস মিমাংসা হয়েছে। তারই জের ধরে গত ২৪/০৭/২৩ তারিখ তার স্ত্রী স্মৃতি মন্ডল কৌশলে দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে তাদের খাইয়ে দেয়। পরিবারের সবাই গভীর ঘুমে অচেতন হয়ে পড়লে এ সুযোগে নগত টাকা ও স্বর্ণালংকারসহ কন্যা পালক মন্ডলকে সাথে নিয়ে রিপন মন্ডলের সাথে রাত আনুমানিক ৯ টার দিকে বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এঘটনায় জ্যোতির্ময় মন্ডল বাদী হয়ে স্ত্রী স্মৃতি মন্ডল, রিপন মন্ডল ও রিপন মন্ডলের পিতা গোবিন্দ মন্ডলের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এব্যাপারে গোবিন্দ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন , আমার ছেলে মেয়ে উভয়কে খুঁজে বের করার চেষ্টা করছি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই রমজান আলী বলেন , ছেলে মেয়ে উভয়কে খুঁজে বের করার জন্য আমরা কাজ করছি।















