যশোর : যশোর সরকারি মোমিন গার্লস স্কুলের ছাত্রী ইন্দ্রানী সাহা স্নিদ্ধা জিপিএ-৫ অর্জণ করেছেন। তিনি ২০২৩ সালের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
ইন্দ্রানী সাহা স্নিগ্ধা সাংবাদিক পিতা দূর্জয় সাহার মেয়ে। তার মা শিপ্রা সাহা। সে যশোর শহরের বেজপাড়ার বাসিন্দা ও সন্তান।
কৃতি শিক্ষার্থী ইন্দ্রানী সাহা স্নিগ্ধা শিক্ষা জীবন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ভবিষ্যতে ডাক্তার হতে চান।
এদিকে ইন্দ্রানী সাহা স্নিগ্ধার পিতা দূর্জয় সাহা ও মাতা শিপ্রা সাহা কন্যার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।















