কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক স্বর্ণ কারিগরের মৃত্যু

0
181

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক স্বর্ণ কারিগরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন স্বর্ণ কারিগর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কেশবপুর-সাতবাড়িয়া সড়কের আজাদের ইট ভাটা সংলগ্ন এলাকায়। নিহত স্বর্ণ কারিগরের নাম প্রসেনজিৎ দে। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌ তলা এলাকার প্রশান্ত দে’র ছেলে। উপজেলার মির্জানগর গ্রামে মামার বাড়িতে থেকে কেশবপুরে স্বর্ণ কারিগরের কাজ শিখতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের স্বর্ণপট্টিতে কাজ করা স্বর্ণ কারিগর প্রসেনজিৎ দে (১৮) এবং উপজেলার মির্জানগর গ্রামের দীনবন্ধু দত্তের ছেলে উৎপল দত্ত (২৬) ও জয়দেব পালের ছেলে অপু পাল (১৯) কাজ শেষে বৃষ্টির ভেতর সোমবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আজাদের ইট ভাটা সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনই সড়কের উপর ছিটকে পড়ে আহত হন। এর মধ্যে প্রসেনজিৎ দে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয় এবং অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রসেনজিৎ দে’কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পরপরই প্রসেনজিৎ দে মারা যান।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here