ভারতে ইশারা নাট্যোৎসবে ব্যঞ্জন যশোরের শেষ গহব্বর

0
179

যশোর প্রতিনিধি : ইশারা নাটক উৎসবের দ্বিতীয় পর্ব আয়োজিত হল সম্প্রতি উদ্যোগে শালবনী টাঁকশালের সাংস্কৃতিক সংস্থা ইশারা। টাঁকশালের কলাকেন্দ্র সভাঘরে এই উৎসবের সূচনা করেন ডেপুটি জেনারেল ম্যানেজার সৈকত দত্ত। দুই বাংলার দুই বাচিকশিল্পী জাহিদুল যাদু এবং রজত মিত্র’র আবৃত্তি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে আবৃত্তি করেন ব্যঞ্জন যশোরের সহসভাপতি নাসির উদ্দীন মিঠু এবং শারমিন সুলতানা সাথী।
এরপর বাংলাদেশের ব্যঞ্জন যশোর নাট্যদল মঞ্চস্থ করে শাহীন রহমান রচিত ও আসিফ খান নির্দেশিত নাটক শেষ গহবর। নাটকের অভিনেতা-অভিনেত্রীরা হলেন অধ্যাপক চরিত্রে জাহিদুল যাদু, প্রকৌশলী চরিত্রে আসিফ খান এবং যৌবন চরিত্রে শারমিন সুলতানা সাথী।
নাটকের অভিনেত্রী শারমিন সুলতানা সাথী জানান, এত ভালো দর্শকের সামনে অভিনয় করতে পেরে তারা খুব খুশি এই ধরনের কর্মসূচির মাধ্যমেই দুই বাংলার মৈত্রী বন্ধন আরো দৃঢ় হবে। উদ্যোক্তাদের পক্ষে রজত মিত্র বলেন এই নাট্যোৎসব নয় বছর পড়লো। দুই বাংলার নানা আঙ্গিকের শিল্পীদের সমন্বয়ে এই ধরনের অনুষ্ঠান দু দেশেই করার পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য. ২১ জুলাই শুক্রবার সন্ধ্যা সাতটায় শালবনী টাঁকশালের কলাকেন্দ্র সভাঘরে মঞ্চস্থ হয় ইশারা নাট্যোৎসব এর দ্বিতীয় পর্ব যেখানে ইশারা’র সম্পাদক প্রখ্যাত আবৃত্তিশিল্পী রজত মিত্র এর সাথে ব্যঞ্জন যশোর এর জাহিদুল যাদু, নাসির উদ্দীন মিঠু ও শারমিন সুলতানা সাথী আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেন এবং ব্যঞ্জন যশোর মঞ্চ নাটক ‘শেষ গহ্বর’ এর সফল মঞ্চায়ন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here