ডুমুরিয়ায় বালি বিক্রির বেডের বালি ও পানি গিয়ে খাল ভরাট হয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন 

0
289
ভ্রাম্যমান প্রতিনিধি , ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ার ওয়াপদা বাঁধের ভিতর বৃহৎ এলাকা জুড়ে বালি বিক্রির বেড তৈরি করে পাইপ দিয়ে বালি ও পানি ফেলে খাল ভরাট করে ফেলেছে জাহিদুল ইসলাম নামে এক বালু ব্যবসায়ী। এভাবে বালিতে খাল ভরাট হওয়ায় বর্ষার মৌসুমে পানি জমে কয়েকটি গ্রাম ও ফসলি জমি তলিয়ে গেছে। এর প্রতিবাদে বালির বেড অপসারণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বুধবার বেলা ১১ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের বালির বেডের সামনে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া ওয়ার্ডবাসীর উদ্যোগে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানব বন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন গোবিন্দ মল্লিক। সদয় সম্মতি জ্ঞাপন করে বক্তব্য রাখেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন সাংবাদিক এম এ এরশাদ , আব্দুল গফুর সরদার , সাধন সরকার , আনন্দ মল্লিক , বিষ্ণুপদ সরকার , অশোক সরকার , দেবপ্রসাদ সরকার , নিখিল সরকার , পবন বিশ্বাস , ভক্ত বিশ্বাস , মুক্তি বিশ্বাস প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, কার্গো থেকে বালি নামানোর জন্য পাইপ ব্যবহার করা হচ্ছে। সেই পাইপে পানি ও বালু এক সাথে বালির বেডে এসে পড়ছে। আর এই পানি সরানোর কোন ব্যবস্থা না থাকায় অতিরিক্ত পানি এলাকার পানি সরবরাহের সরকারি খালে গিয়ে পড়ছে।একারণে বালু ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গ্রাম ও ফসলি জমি তলিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here