নওয়াপাড়ায় তিন জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

0
181

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে শিল্প ও বাণিজ্যিক নগরী নওয়াপাড়ায় তিন জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে নওয়াপাড়া ক্লিনিক পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহতরা হলেন অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বুনোরামনগর গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে আদনান সামী (১৯),একই এলাকার আমিনুর সরদারের ছেলে মামুন সরদার (৩০) , রহমান শেখের ছেলে মান্নান শেখ (৪০)।
আহতদের স্বজনরা জানায়, গত শুক্রবার রাতে আদনান, মান্নান ,মামুন অসুস্থ রোগী দেখতে একটি বেসরকারি ক্লিনিকে যায় । এসময় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার কিছু সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা মটরসাইকেল যোগে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এবিএম মেহেদী মাসুদ জানান, এবিষয়ে এখন কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here