বেনাপোল পোর্ট থানায় এলাকায় অভিযান সাজাপ্রাপ্তসহ ১৪ পলাতক আসামী আটক 

0
185
যশোর অফিস : যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন সাজা প্রাপ্তসহ ১৪ জন পলাতক আসামিকে আটক করেছে। আটক সাজাপ্রাপ্ত তিন আসামিরা হচ্ছে, বেনাপোলের বারোপোতার শিবনাথপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে তরিকুল ইসলাম,গয়রা গ্রামের জাহান আলীর ছেলে আইয়ুব আলী, ও বাহাদুরপুর রোড পোড়াবাড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান।
 এছাড়া অন্যান্য মামলায় আটক ১১জন আসামিরা হচ্ছে, বেনাপোল গাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তরিকুল, দিঘীরপাড় গ্রামের মৃত মনু শেখের ছেলে এনামুল হোসেন, রহমানের ছেলে মোঃ রায়হান, সাদিপুর গ্রামের অহিদুল্লাহর বল্টুর ছেলে আক্তার হোসেন, দিঘীরপাড় গ্রামের কবির হোসেনের ছেলে সুইট (৩০), বড় আচড়া গ্রামের আলী হোসেনের ছেলে রিংকু, কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকার আবু শামের ছেলে জাকির হোসেন (৩১), পুটখালী গ্রামের পশ্চিমপাড়া রুহুল আমিনের ছেলে মোঃ হাসান আলী,রাজাপুর উত্তর পাড়ার,আহাম্মেদ আলী মন্ডলের ছেলে কামরুল ইসলাম কামাল,বড় আচড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রনি,ও একই এলাকার শাহ জামালের ছেলে মারুফ হোসেন। আটক আসামিদের আজ রোববার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here