মণিরামপুরে পরিমাপে কম ও ভেজাল পেট্রোল দেয়ায় ফিলিং ষ্টেশনে জরিমানা ও সীলগালা।

0
148
মনিরামপুর (পৌর)প্রতিনিধিঃযশোরের মণিরামপুরে পরিমাপে কম দেয়া ও কেরোসিন মেশানো পেট্রোল বিক্রির অভিযোগে পৌর এলাকার ‘মেসার্স জি এন ফিলিং স্টেশন’ নামের একটি পাম্পের জ্বালানী বিক্রি সাময়িক বন্ধসহ ৩০ হাজার টাকা জরিমানা এবং মণিরামপুর ফিলিং স্টেশন নামে অপর একটি ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানাযায়, মণিরামপুরের বিভিন্ন ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভেজালসহ পেট্রোল পরিমানে কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছিলো দীর্ঘদিন যাবৎ। এরই সূত্র ধরে শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আলী হাসান-মণিরামপুর পৌরশহরে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়ে ভ্রাম্যমাণ আদালত জিএন ফিলিং স্টেশন থেকে পেট্রোল ক্রয় করলেও সেখানে পরিমান কম পাওয়া যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত ওজন ও  পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯-৪৬ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স জিএন  ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সাময়িকভাবে পেট্রোল বিক্রি বন্ধ করার নির্দেশ প্রদান করেন। এছাড়া ২০১৮-এর ৫০ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স মনিরামপুর ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করার সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) আলী হাসান। এ সময়ে মণিরামপুর থানা পুলিশের একটি টিম  উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here