সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তারই ফলস্বরুপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর গত জুলাই/২০২৩ মাসে যশোর জেলার
বিভিন্ন থানায় সাধারন ডায়রী ভুক্ত ৪১ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের
প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট (১৩)
টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া এবং প্রতারনার
শিকার ১৪ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ১,০৭,৫৫৩/=(এক লক্ষ সাত হাজার পাঁচশত
তিপ্পান্ন) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। ০২ টি ইমো আইডি
রিকভারি করা হয়েছে। এছাড়া ১। যশোর কোতয়ালী মডেল থানার জিডি নং- ১০৭, তাং- ০২/০৭/২০২৩,
তারিখ মূলে ভকিটমি লুচয়িারা খাতুন (৫৬}(ছদ্মনাম), স্বামী-আব্দুর হাই, সাং বারান্দীপাড়া, কোতয়ালী
, যশোর, ২। কোতয়ালী মডেল থানার অভিযোগ নং- ১০৫ পি. তাং- ০২/০৭/২০২৩খ্রিঃ মূলে মোঃ
সোহাগ(৩২), পিং আমির হোসনে, সাং-চাচড়া, থানা-কোতয়ালী, জেলা- যশোর, ৩। কোতয়ালী মডেল
থানার অভিযোগ নং-৫১৪, তাং- ০৯/১২/২০২২খ্রিঃ মূলে মোঃ হাসানুর(২৮) পিং- আকিবুর, সাং-
আগদয়িা, থানা ও জেলা- নড়াইল, ৪। কেশবপুর থানার অভিযোগ নং- ৬৫৭ পি, তাং- ১৪/০৬/২০২৩খ্রিঃ
মূলে আসমা খাতুন(১৮)(ছদ্মনাম), পিং-জাহান, সং-বাউশলা, থানা-কেশবপুর, জেলা- যশোর ৫।
মনিরামপুর থানার অভিযোগ নং- ১৫৪৩পি, তাং- ১১/০৬/২০২৩খ্রিঃ মূলে ইসরাত জাহান
তন্নী(২৪)(ছদ্মনাম), পিং-আশরাফ সাং-মোবারকপুর, থানা-মনরিামপুর, জেলা- যশোর, ৭ । চৌগাছা
থানার জিডি নং- ৬৯১ , তাং- ১৪/০৫/২০২৩খ্রিঃ মূলে মোস্তাফিজা (১৮) (ছদ্মনাম), পিং-খালেক
সাং- ভাদরা, চৌগাছা, যশোর, ৮ । কোতয়ালী মডেল থানার অভিযোগ নং- ৬৪৮৮ পি . তাং-
১৫/০৭/২০২৩খ্রিঃ মূলে আয়না (১৯), চায়না (২২)(ছদ্মনাম), সাং- বেজপাড়া নলডাঙ্গা রোড়, থানা-
কোতয়ালী, যশোর , ৯ । কোতয়ালী মডেল থানার জিডি নং- ১৩৬৬, তাং- ১৮/০৭/২০২৩খ্রিঃ মূলে
মুর্সনা আফরনি (১৩)(ছদ্মনাম), পিং-মনিরজ্জামান, সাং-পুরাতন কসবা, থানা-কোতয়ালী, জেলা-যশোর
, ১০। চৌগাছা থানার অভিযোগ নং-১২৪৬, তাং- ০৩/০৬/২০২৩ খ্রিঃ মূলে মুশফিকা জাহান
(ছদ্মনাম)(১২) পিং- আসগর, সাং- খোলাডাঙ্গা, যশোর, ১০ । চৌগাছা থানার অভিযোগ নং- ৪২৩
তাং- ০১/০৭/২০২৩খ্রিঃ মূলে তৃপ্তি খাতুন (৩২)(ছদ্মনাম), সাং- আলমডাঙ্গা, ঝিনাইদাহ , ১১ ।
কোতয়ালী মডেল থানার অভিযোগ নং- ৩৭২৩ পি, তাং- ০৩/০৭/২০২৩খ্রিঃ মূলে রাবেয়া বেগম
(২৫)(ছদ্মনাম), সাং- চুরোমনকাঠি , কোতয়ালী , যশোর , ১২ । কোতয়ালী মডেল থানার অভিযোগ
ভিকটিম সাদিয়া রহমান তিথি (১৭) (ছদ্মনাম), মাতা- রাজিনা বেগম, সাং- দেয়ারা, যশোরকে উদ্ধারেসহায়তা করা হয়েছে। এছাড়া যশোর জেলার বিভিন্ন থানায় অনেকদিন ধরে হারিয়ে যাওয়া ব্যক্তি
যাদের নামে ইতিপূর্বে বিভিন্ন থানায় জিডি করা হয়েছে তাদের ব্যাপারে সন্ধানের জন্য যশোর জেলার
সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার“খ” সার্কেল মহোদয়ের দিক
নির্দেশনায় ০২(দু্ই) জন ব্যক্তিকে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্ধান করে তাদের পরিবারকে বুঝিয়ে
দেওয়া হয়েছে। জিডি গুলো হলো- ১। কোতয়ালী মডেল থানার জিডি নং- ৯৭৩ তাং-১৩/০৬/২৩ খ্রিঃ মো:
পিকুল হোসেন (২৯), পিতা:ইসমাইল, সাং-এড়েন্দা, বাজারের পাশে, গ্রাম-এড়েন্দা, থানা-কোতয়ালী,
জেলা-যশোর এবং ২। কোতয়ালী মডেল থানার জিডি নং-৫১৪ তাং- ০৯/১২/২২ খ্রিঃ মূলে ভিকটিম মোঃ
হাসানুর রহমান (২৮), পিতা-মোঃ আকিবুর রহমান, সাং-আগদিয়া, থানা-নড়াইল, জেলা-যশোরকে তার
পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।















