বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র নাসির উদ্দিনসহ কাউন্সিলরদের শপথ, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

0
223

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ নাসির উদ্দিন ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ পড়ান বিভাগীয় কমিশনার মো: হেলাল শরীফ।
প্রথমে শপথ বাক্য পাঠ করান বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র নাসির উদ্দিনকে। তারপর শপথ বাক্য পাঠ করান তিনজন মহিলা সংরক্ষিত কাউন্সিলরকে এবং শেষে পর্যায়ক্রমে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের ।
শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার। তার বক্তব্যের মধ্যে মুল বিষয় ছিল মানবসেবা ও সমাজিক অবকাঠামো উন্নয়নের গুনগত মান বজায় রাখা।
শপথ নেয়ার পর তাদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুিঙ্গপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া প্রার্থনা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যশোর-১ (শার্শা) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ নাসির উদ্দিন,শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল,শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন,শার্শা উপজেলা কৃষক লীগের সভাপতি ডাক্তার আব্দুর রহিম, শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোখলেজুর রহমান কাঁকন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু,ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুর রহমান,শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওসার আলী, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সর্দার, সাধারণ সম্পাদক আবুল হোসেন,বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জাদ হোসেন ভোলা, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শহীদ,শার্শা উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক মফিজুর রহমান,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মন্টু,শার্শা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নাসির উদ্দিন,উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী,শার্শা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিরিন আক্তার,সাধারণ সম্পাদক লিলিফুন নাহার লিলি,কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু,বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান,ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান তবি, বেনাপোল পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here