শালিখায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

0
210
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখা থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১০আগষ্ট ) বেলা ১১টায় আড়পাড়া ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে শালিখা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ- উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (শালিখা সার্কেল), মাগুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কলেজের শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রীদের  সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত-আলোচনা করেন। এবং সাধারণ সেবাগ্রহীতাদের পুলিশি সেবা নিতে থানায় কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা আলোচনা করেন। শালিখা থানার অফিসার ইনচার্জ  মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়পাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সূর্যকান্ত ঘোষ ,অধ্যাপক প্রনব কুমার বিশ্বাস, অধ্যাপক দীপঙ্কর বিশ্বাস, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, শালিখা  প্রেসক্লাবের সদস্য সচিব দিপক চক্রবর্তী, সাংবাদিক সাইফুল ইসলামসহ ছাত্র-ছাত্রীবৃন্দ  উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here