চৌগাছায় বর আসার আগেই হাজির এসিল্যান্ড, বন্ধ হলো বাল্যবিয়ে

0
167

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৭ম শ্রেণির এক ছাত্রীর (১৩) বাল্যবিয়ে বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। এসময় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (১১ আগস্ট) জুম্মার নামাজের পর চৌগাছা পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যাায়, গোপনে সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রনিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।অভিযানকালে মেয়ে ও তার অভিভাবককে জিজ্ঞাসাবাদ এবং মেয়েটির জন্মনিবন্ধনপত্র থেকে দেখা যায়, সে পৌর এলকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। বয়স ১৩ বছর। পরে মেয়েটির অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয় এবং কনের বাবার কাছ থেকে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ৭ম শ্রেণির ওই ছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের অপরাধে মেয়ের বাবার কাছ থেকে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারয় ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here