যশোরে শোক ও শ্রদ্ধায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী

0
156
যশোর অফিস : যশোরে বিভিন্ন সরকারি ও রাজনৈতিক সংগঠনগুলো শোক ও শ্রদ্ধায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী। জাতীয় শোক দিবসে সকাল থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে যশোর আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। একইসাথে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আসেন শ্রদ্ধা জানাতে। লোকে লোকারণ্য হয়ে পড়ে ম্যুরালসহ এর আশপাশের এলাকা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার ও সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, প্রেস ক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন,যশোর এলজিইডি, যশোর সড়ক ও জনপথ বিভাগ, যশোর গণপূর্ত ,বিভাগ যশোর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোর শিক্ষা ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট যশোর ,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সামাজিক বনবিভাগ, কেন্দ্রীয় কারাগার, সদর উপজেলা, পলিটেকনিক ইনস্টিটিউট, এমএম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, জিলা স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here