একটি পরিবারে একটি সন্তান জন্মানোর পর সেই সন্তানকে ঘিরে পরিবারের বহু আশা-আকাঙ্খা, স্বপ্ন থাকে। তবে অনেক সময় সেইসব স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় কিছু দুরারোগ্য ব্যাধি। সেই রকম একটি চিত্রের দেখা মিলেছে মণিরামপুর পৌরশহরের দূর্গাপুর গ্রামে। গ্রামের দিনমজুর জাকির হোসেনের মেয়ে মারিয়া (১০) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে। দিনমজুরী পিতা মেয়ের চিকিৎসা করাতে খুব কষ্টে জীবনযাপন করছেন। বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলীকে জানাইলে তিনি তাৎক্ষনিক কিশোরীকে আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।
তারই অংশ হিসেবে শুক্রবার বিকেলে কিশোরীর বাড়িতে গিয়ে তার মা মরিয়ামের হাতে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেন, মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, সাংবাদিক তাজাম্মূল হুসাইন, রিপন হোসেন ও খালিদ হোসেন।















