স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লিফটের দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র সামনে বিক্ষোভ করলেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে যবিপ্রবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসে এই বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী। এ সময় শিক্ষার্থীরা বলেন, আট মাস আগে নতুন দশতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই ভবনে লিফট না লাগানোয় তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। মন্ত্রী তাদেরকে লিখিতভাবে জানানোর জন্য বলেন। যবিপ্রবি সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার যবিপ্রবি ক্যাম্পাসে ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শেখ রাসেল জিমনেশিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাধারণ ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র কাছে লিফটের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন। মন্ত্রী পরে তাদের সাথে কথা বলবেন বলে জানান। এরপর মন্ত্রী ডা. দীপু মনি মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে এমআর খান মেডিকেল সেন্টার ভবনের বাইরে এলে শিক্ষার্থীরা ঘিরে ধরে লিফটের দাবি জানান। একইসাথে তারা আবাসিক হলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ করেন। মন্ত্রীর সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শ্লোগান দেন এবং বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা মন্ত্রীর সঙ্গে ‘সামান্য বাদানুবাদ’ও করেন। মন্ত্রী এসময় বিষয়টি দেখা হচ্ছে বলে উল্লেখ করে স্থান ত্যাগ করেন। আন্দোলনকারী শিক্ষার্থী যবিপ্রবি’র জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগরে ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসমা সাদিয়া সূচি বলেন, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে আট মাস আগে। কিন্তু এখনও পর্যন্ত দশতলা এই ভবনে লিফট্ স্থাপন করা হয়নি। ফলে দশতলা ভবনে ওঠানামা করতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে তারা অভিভাবক হিসেবে শিক্ষামন্ত্রীর কাছে দাবি তুলে ধরেছেন।
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...















