ঝিকরগাছা শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ বোর্ড হওয়ার আগেই প্রধান শিক্ষকসহ ৪ প্রার্থী চুড়ান্তের অভিযোগ গ্রামবাসির

0
152

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছা শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ বোর্ড হওয়ার আগেই পরিচালনা পর্ষদ কর্তৃক প্রধান শিক্ষকসহ ৩কর্মচারি নিয়োগে প্রার্থী চুড়ান্ত করেছে বলে গ্রামবাসির অভিযোগ। জানাগেছে, মামলার জঠিলতা কাটিয়ে গত ৩১ জুলাই জাতীয় ও স্থানীয় দুটি পত্রিকায় শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের শূন্যপদ সমূহ একজন প্রধান শিক্ষক, একজন পরিছন্নতাকর্মী, একজন আয়া ও একজন অফিস সহায়ক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তার। যার সময়সীমা শেষ হয়েছে ১৪ আগষ্ট। এখনো পর্যন্ত নিয়োগবোর্ড সংক্রান্ত কোন দিন তারিখ ঠিক হয়নি। ইতিমধ্যে বাওসো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হচ্ছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। এছাড়া কর্মচারি ৩টি পদের প্রার্থীও ম্যানেজিং কমিটির সদস্যরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়োগ দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ফলে এলাকাবাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঐতিহ্যবাহি শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের মত এতবড় একটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপনে নিয়োগ দেয়াটা অর্থবানিজ্য বলে দাবি করেন তারা। এ ব্যাপারে মঙ্গলবার জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, মামলার ঝামেলা শেষ করে নিয়োগ প্রক্রিয়া চলছে। তিনি বলেন, প্রধান শিক্ষক পদের প্রার্থীসহ ৩ কর্মচারি পদে কয়টি আবেদন পড়েছে তার কিছুই তিনি জানেন না। নিয়োগ সংক্রান্ত সব কিছুই জানেন সভাপতি। তবে আজ বুধবার সভাপতির সাথে তাকে ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষা অফিসে যেতে হবে তাকে জানানো হয়েছে বলে জানান। জানতে চাইলে নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ের ঝামেলায় ম্যানেজিং কমিটির ৪সদস্য কয়েকমাস আগে পদত্যাগ করেছিল। এছাড়া একটি মামলা চলমান চলছিল। অনিয়মের মাধ্যমে ৪টি পদে নিয়োগ দিয়ে মোটা অংকের অর্থ বানিজ্য করতে নিয়োগে তড়িঘড়ি করা হচ্ছে বলেও তিনি জানান। বর্তমান চেয়ারম্যান খাইরুজ্জামান ০১৭১৮-৮০২৩৬৯ মোবাইলে ফোন দিলে তিনি মিটিংয়ে থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তারের ০১৭১৬-৩৭৫৮৮৬ নাম্বারে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিফ করেননি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here