হরিণাকুণ্ডুতে মাতৃত্বকালীন ভাতা বানিজ্য

0
240
,শাহাদত আলী, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন মা ও শিশু সহায়তায় (মাতৃত্বকালীন ভাতা) কার্ডের অনলাইন আবেদন বাবদ ৫০০/৭০০শত টাকা নেওয়ার অভিযোগের খবর পাওয়া গেছে। সরজমিনে ঘুরে উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের একাধিক ভাতা ভোগীসের সাথে কথা বলে জানাগেছে ইউনিয়নটির চেয়ারম্যানের বিশেষ সহকারী/উদ্দ্যোগতা ইস্রাফিল হুসাইন এই অর্থ বানিজ্য করেছেন।
জানাগেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মা ও শিশু সহায়তা অনলাইনে আবেদন করতে সরকার নির্ধারিত ৪০ টাকা নেওয়ার কথা, সেখানে ৫০০ শত থেকে ৭০০ শত টাকা গুনতে হচ্ছে ভাতাভোগীদের। গর্ভবতী মায়েদের কাছ থেকে নিয়মবহির্ভূত অতিরিক্ত টাকা আদায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। এদিকে মাতৃত্বকালীন ভাতা কার্ডের অনলাইন আবেদন বাবদ নিয়মবহির্ভূত অতিরিক্ত টাকা আদায়ে একটি অভিযোগ পাওয়া গেছে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টার কর্তৃপক্ষ অনলাইনে ২শতাধিক আবেদন সম্পন্ন করা হয়।ফলে লক্ষাধিক টাকা অতিরিক্ত অতিরিক্ত আদায় করা হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ঐ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের  এক ভাতাভোগী  সাথে কথা বলিলে তারা সাংবাদিকদের জানান,মাতৃত্বকালীন ভাতা কার্ডের অনলাইনে আবেদনের জন্য ইস্রাফিল আমাদের কাছ থেকে প্রথমে ২ শত নিয়ে আবার পরে ৫ শত টাকা নিয়েছে।
মাতৃত্বকালীন ভাতা কার্ডের অনলাইন আবেদন বাবদ কেন অতিরিক্ত এই টাকা নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডিজিটাল সেন্টারের চেয়ারম্যানের বিশেষ সহকারী/উদ্দ্যোগতা ইস্রাফিল হুসাইন জানান, এটা দেখার আপনি কে? কয় টাকা নেবো কি নেবো না তা দেখার আপনি কে?
এব্যাপার ইউনিয়নটির চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে ২০ আগষ্ট দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় কোনও বক্তব্য দেওয়া সম্ভব হলো না। কথিত আছে ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যে জাল স্বাক্ষর করা সহ নান অভিযোগের গুনজন শুনা যাচ্ছে।
হরিণাকুণ্ডু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা সাংবাদিকদের জানান, মাতৃত্বকালীন ভাতা কার্ডের অনলাইন আবেদন বাবদ ৪০ টাকার বেশী যদি কেউ অতিরিক্ত ফি আদায় করে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here