শেখ হাসিনা আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবে এর বিকল্প কিছু নাই বলেছেন- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।

0
191
 জাহিদ মনিরামপুর (পৌর) প্রতিনিধিঃ- যশোর মনিরামপুর ২৩ শে আগস্ট বুধবার বিকালে  ১৩ নং খানপুর ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিক উদযাপন উপলক্ষে গোপালপুর স্কুল এন্ড কলেজের হলরুমে শোক সভা,দোয়া ও খাবার বিতরন অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- হযরত আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা  স্বপন ভট্টাচার্য এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব  অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরুণ আওয়ামী লীগ নেতা- এ্যাডভোকেট বশির আহমেদ খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাস্টার জসিম উদ্দিন(সেন্টু) ও আবুল কালাম আজাদ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাবলুর রহমান, প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসিনার কোন বিকল্প নেই তিনিই প্রধানমন্ত্রী হবেন, আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে আমি অবশ্যই এমপি হব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here