এম.মিজান রহমান লিটন ॥ যশোর সদরের বসুন্দিয়ার সিঙ্গিয়া রেলওয়ে ষ্টেশনের সন্নিকটে যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল বৃহস্পতিবার ভোর ৪টায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিচে গড়িয়ে পড়েছে।
ভোর ৪টায় খুলনা থেকে নাটোরগামী জ¦ালানী তেলবাহী ট্রেন সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন পার হয়ে বানিয়ারগাতী রেল ক্রসিংয়ে পৌছানের আগেই তেল ভর্তি একটি বগিসহ ২টি বগি লাইনচ্যুত হয়ে বিকট শব্দে নিচে গড়িয়ে পড়ে। এসময় সংশ্লিষ্ট বগি’র ১৬টি হুইল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাইন ক্লিয়ার না থাকায় সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার বিষয়ে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার তন্ময় মন্ডল জানান এদূর্ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে। এছাড়া আরও কোন কারণ রয়েছে কি না তা সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের তদন্তের জানা যাবে। সকাল ৮টার দিকে রেলওয়ে পুলিশের উপস্থিতিতে উদ্ধার তৎপরতা শুরু হয়।















