কালিয়ায় স্কুল ছাত্রীকে বাল্যবিবাহর দেওয়ার চেষ্টায় বাবার জরিমানা 

0
163
মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয় এবং রান্না করা খাবার পাশের পুরুলিয়া দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
কালিয়া সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় (দীপন) বলেন, মেয়ের বাড়িতে গোপনে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। ওই কিশোরীর বাবাকে ২০ হাজার টাকা জরিমানা ও মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় পর্যন্ত বিবাহ দিবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়। তিনি আরও বলেন, উপজেলায় সচেতনতার অভাবে বাল্যবিবাহের পরিমান বেশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহার নির্দেশনায় বাল্যবিবাহ রোধে অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here