কেশবপুরে ট্রাক্টর চালকের বিরুদ্ধে হেলপারকে পরিকল্পিত ভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা ॥ থানায় অভিযোগ

0
182

আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার: কেশবপুরে ট্রাক্টর চালক আব্দুস সালাম মোল্লার বিরুদ্ধে ট্রাক্টরের হেলপার হাসেম সরদারকে পরিকল্পির ভাবে পঙ্গু করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হেলপার হাসেম সরদারের ভাই তোফাজ্জেল সরদার বাদী হয়ে কেশবপুর থানায় চালক আব্দুস সালাম মোল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সাত্তার সরদারের ছেলে হাসেম সরদার একজন ট্রাক্টরের হেলপার। সে পার্শ্ববর্তী মির্জানগর গ্রামের আজিজ মেম্বারের ট্রাক্টরে নিয়মিত কাজ করত। বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধাসহ দৈনিক ৩০০ টাকা হারে মুজুরি পেত। চালক আব্দুস সালাম মোল্লা সম্প্রতি নিজে একটি ট্রাক্টর কিনেছে। এরপর থেকে সে তার ট্রাক্টরে কাজ করার জন্য হাসেম সরদারকে চাপ দিতে থাকে। একপর্যায়ে বাধ্য হয়ে আব্দুস সালাম মোল্লার ট্রাক্টরে হেলপার হিসেবে কাজ শুরু করে। কিন্তু আব্দুস সালাম মোল্লা হাসেম সরদারকে তেমন টাকা পয়সা বা সুযোগ সুবিধা না দেওয়াই সে পূর্বের জায়গায় কাজ করতে যায়। আব্দুস সালাম মোল্লা হুমকী দিয়ে সেখান থেকে হাসেম সরদারকে ফিরিয়ে এনে জোরপূর্বক তার ট্রাক্টরে কাজ করতে বাধ্য করে এবং রাগ ক্ষোভ প্রকাশ করে গত ১৬ জুলাই অনুমান ভোর ৬টার দিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে রঘুরামপুর মৌজার দক্ষিমাঠে জমি চাষের জন্য নিয়ে যায়। সেখানে গিয়ে ট্রাক্টর চালক আব্দুস সালাম মোল্লার কৌশলে হেলপার হাসেম সরদারকে ট্রাক্টরের পিছনে দুই চাকার ফাঁকে ঢুকে রোটরের নাট/খিল লাগাতে বলে। চালকের কথামত হেলপার হাসেম সরদার ট্রাক্টরের পিছনে রোটরের নাট/খিল লাগাতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী চিরতরে পঙ্গু করার উদ্দেশ্যে চালক আব্দুস সালাম মোল্লা রোটাটি চালু করে এবং তাৎক্ষণিক হেলপার হাসেম সরদারের ডান পা রোটরের ভিতর পেচিয়ে যায়। ওই সময় ট্রাক্টর চালক আব্দুস সালাম মোল্লা হেলপার হাসেম সরদারকে ফেলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হেলপারের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে। স্থানীয়রা হেলপার হাসেম সরদারকে উদ্ধার করে প্রথমে যশোর পঙ্গু হসপিটালে নেয়। তার অবস্থার অবনতি দেখা দেওয়া ডান পা কুকচির গোড়া হতে কেটে বাদ দিতে হয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় রোটরের ফাল ঢুকে মারাত্মকভাবে জখম হয়েছে। এর্পযন্ত তাকে মোটা অংকের টাকা ব্যয় করে কয়েকবার অপারেশন করতে হয়েছে। এর্পযন্ত ট্রাক্টর চালক আব্দুস সালাম মোল্লা হেলপার হাসেম সরদারের কোন খোঁজ খবর না নেওয়া চিকিৎসার খরচ না দেওয়ায় তার ভাই তোফাজ্জেল সরদার বাদী হয়ে কেশবপুর থানায় চালক আব্দুস সালাম মোল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। বর্তমানে সে ওই হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here