মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের হাটখোলা পাঁচলিয়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে মুক্তাকিনা খাতুন ঐশী (১০) কে নিজ ঘরে ঘুমান্ত অবস্থায় সাপে কামড় দেয়। রাতেই পরিবারের লোকজন তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ কয়েক জনকে নিয়ে
ঝাড়ফুঁক করতে থাকেন। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।এসময় ঐশির অবস্থার বেগতিক দেখে শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।















