ভ্রাম্যমান প্রতিনিধি: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র ৪টি অভিযানে ৭ কেজি ভারতীয় রুপার গহনা, ১০০ বোতল ফেনসিডিল, ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার হয়েছে ৪ জন।
প্রথম অভিযানে ২৪ আগষ্ট বিকাল সোয়া ৫টার দিকে চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলায় ডিবি জনৈক রিজাউল ইসলাম (৩৭) এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় সন্দেহমূলক আব্দুল আলিম (@) আলিম (৩৭) কে জিজ্ঞাসাবাদ করিলে ও তার কাছে ৩০ বোতল ফেন্সিডিল পায়। সে একই উপজেলার সামশিলা পশ্চিমপাড়ার মোস্তফার ছেলে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ৯০ হাজার টাকা।
এ বিষয়ে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ বাদি হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
ডিবি যশোরের এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ ছাড়াও এসআই( নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) ৫৬২ নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম এই অভিযান চালায়।
একই দিনে দ্বিতীয় অভিযানটি যশোর শহরে চালায় ডিবি। রাত সোয়া ৯টার দিকে খড়কি হাজামপাড়া মোড়ের ৫০ গজ পূর্বে জনৈক এম এ মাসুদেও বাড়ির সামনে ১টি প্রাইভেট কার হতে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই গাড়ি ফেলে রেখে মাদক ব্যবসায়িরা পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
এএসআই (নিঃ)মোঃ আজাহারুল ইসলাম বাদি হয়ে কোতয়ালি মডেণ থানায় এজাহার দায়ের করেন।
এই অভিযানে আরো ছিলেন, ডিবি যশোরের এসআই (নিঃ) শেখ আবু হাসান, এএসআই(নিঃ) ৮৭১ মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম।
একই দিনে ডিবি পুলিশ তৃতীয় অভিযানটি চালায়, সদর উপজেলার বসুন্দিয়ায়। বসুন্দিয়া মোড়ের জনৈক সাধন দাসের সাগর মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে এদিন রাত ১০ টা ১০ মিনিটের দিকে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করেন। এসময় অভয়নগর পালপাড়ার আব্দুল্লাহ মোল্লার ছেলে উসমান হোসেন (৩২) এর কাছ থেকে ৭০ পিচ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার হয় যার মূল্য ২১ হাজার টাকা।
এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।
এ এসআই গৌরাঙ্গ ছাড়াও এই অভিযানে আরো ছিলেন, ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই(নিঃ) মোঃ ইমদাদুল হক, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম।
একই দিনে চতুর্থ অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এস আই মো: সোলায়মান আক্কাস। মনিরামপুর উপজেলার দূর্গাপুরে মোস্তফা কামালের বসতঘরে রাত পৌনে ১২টায় এই অভিযানে ডিবির সদস্যরা সাত কেজি ভারতিয় রুপার তৈরি গহনা উদ্ধার করেন যার মূল্য ৯ লাখ ১৬৫ টাকা। এসময় পুলিশ সাতক্সীরা জেলার কলারোয়া উপজেলার আলাইপুরের মৃত মোহাব্বত আলী খানের ছেলে মিজানুর রহমান (৪৫), দূর্গাপুরের মাহাবুর রহমানের ছেলে মোস্তফা কামাল (৩৪) কে আটক করে।
এ বিষয়ে (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করেন।
এই অভিযানে আরো ছিলেন, এএসআই(নিঃ) মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম।
আটক সকল আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবা ও রুপার গহনা সংশ্লিষ্ট থানায় জমা দেয় ডিবি টিম।















