যশোর : মণিরামপুর ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকুরিয়া বাজার এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
স্থানীয় আওয়ামী লীগ নেতা অনুপম মল্লিকের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম মিলন, আওয়ামী লীগ নেতা ও ঢাকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত দূর্গাপদ সিংহের ছেলে সুব্রত ব্যানার্জী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, উপজেলা যুবলীগের সদস্য শিমুল কুশারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, পৌরসভার কাউন্সিলর আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম বাপ্পি প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে দিবসটি উপলক্ষে অসহায়, দরিদ্র, দিনমজুর, ইয়াতিম শিশু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।















