স্টাফ রিপোর্টার: নওয়াপাড়া বাজারের ওষুধ ব্যবসায়ী বিচিত্রা ফার্মেসীর মালিক সুজিত মন্ডল (৩৪) নেপালে বেড়াতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেছেন। নেপালের একটি হাসপাতালে গত তিনদিন আইসিউতে মৃত্যুর সাথে লড়াই করে গত শনিবার সন্ধ্যা ৭টায় তিনি মারা যান। শনিবার রাত নয়টায় নেপালে অবস্থানরত সুজিত মন্ডলের বড় ভাই কৃষ্ণ মন্ডল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার নেপালের ওই ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন নওয়াপাড়ার সুজিত মন্ডলসহ ২০ জন।
সুজিতের পরিবার সূত্রে জানা গেছে, নেপালের দক্ষিণ সমভ’মির বারা জেলায় বৃহস্পতিবার ভোররাতে এ সড়ক দূর্ঘটনা ঘটে। সুজিত মন্ডলদের বহনকারী বাসটি ওইদিন কাঠমুন্ডু থেকে জনকপুর যাচ্ছিল। তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় বারার চুরিয়ামাইয়ের কাছে এ দূর্ঘটনা ঘটে। বাসটি উল্টে ইস্ট-ওয়েস্ট হাইওয়ে বরাবর সিমারা সাব-মেট্রোপলিটন সিটি-২২-এ থেকে প্রায় ৫০ মিটার নিচে পড়ে যায়। বাসে ২৭ জন যাত্রী ছিল। তাঁর মধ্যে দু’জন ড্রাইভার ও একজন খালাসি ছিলেন। সুজিতের মৃত্যুতে নওয়াপাড়ায় ওষুুধ ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সুজিতের পরিবারেও চলছে শোকের মাতম।
সুজিতের বন্ধু নওয়াপাড়ার মোঃ রোকুনুজ্জামান জানান, আমার বন্ধু সুজিত নেপালে বেড়াতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মারা গেছে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। যে সুজিত সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছে, দেশ বিদেশের বিভিন্ন ধরনের ঔষধ-পত্র সংগ্রহ করে মানুষকে সুস্থ হয়ে বাঁচার জন্য আশা দেখিয়ে, নিজেকে সম্পৃক্ত রেখেছে। শেষ বিদায়ে সে আমাদের কাউকে কিছু বলে যেতে পারেনি। হাসপাতালের বেডে না পেয়েছে তার আপন জনদের মায়া, না মমতা।
নওয়াপাড়া ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান শান্তি জানান, শুনেছি নেপালে বেড়াতে গিয়ে ওষুধ ব্যবসায়ী সুজিত মন্ডল সড়ক দূর্ঘটনায় মারা গেছে। এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।















