মণিরামপুরে স্কুল শিক্ষিকা কতৃক যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের।

0
159
মনিরামপুর প্রতিনিধি:- মণিরামপুর, ৩৯/১৫৯ নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছালীমা আক্তার অত্র বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্র রাকিব হোসেনকে ব্যাসিনে হাত ধোয়া কে কেন্দ্র করে কথা কাটা কাটির এক পর্যায়ে রাগান্বিত হয়ে গাজাখোরের ছেলে তোর বাবা গাজা খায় তুই ও গাঁজাখোরের মতো কথা বলিস। তখন রাকিব বাড়িতে যেয়ে বাবাকে ডেকে আনলে শিক্ষিকার সহিত কথা কাটাকাটি হয়,  এক পর্যায় সামান্য কথাকাটির জের ধরে যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন পত্রিকায় ভুয়া ভিত্তিহীন সংবাদ প্রচার করে যুবলীগ নেতার মান সম্মান ক্ষুন্ন করছেন।
এবিষয়ে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সরেজমিনে ৩৯/১৫৯ নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেলে ঘটনাটির কোন সত্যতা নেই বলে স্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহেব আলী। তিনি বলেন এর আগেও ছালিমা খাতুন এর বিরুদ্ধে  চারবার অভিযোগের মাধ্যমে শোকেস করা হয়েছে। বিভিন্ন অনিয়ম দুর্নীতি স্কুলের রুল অমান্য করার কারণে বারবার মাফ চেয়ে পার পেয়ে যায়। আবারো যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করে হয়রানি করছে। সহকারী শিক্ষিকা শিল্পী সরকার ও কামনা রানী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা একই কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান শিক্ষিকা ছালীমা আক্তারের সাথে যুবলীগ নেতা মিজানুর রহমান এর কথাকাটাকাটি হয়েছে সেটা আমরা জানি কিন্তু ছালীমা আক্তার কে চুলের মুঠি ধরে মারধর করেছে কিনা সেটা আমরা দেখিনি। এছাড়াও স্কুলের শিক্ষিকারাও বলেন আমরা মারামারি বা ছালীমা আক্তার কে আঘাত করতে দেখিনি। স্কুলের প্রধান শিক্ষক বলেন আমি স্কুলের প্রধান এই স্কুলে কোন সমস্যা হলে আগে আমাকে এবং স্কুল কমিটিকে জানানো উচিত ছিল। কিন্তু শিক্ষিকা আমাকে না জানিয়ে নিজের ইচ্ছামত মনিরামপুর প্রেসক্লাবে গিয়ে  মিথ্যা বানোয়াট কথা বলে নিউজ করিয়েছেন এবং যুবলীগ নেতা মিজানুর রহমান এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এবিষয়ে মণিরামপুর প্রেসক্লাব মিজানুর রহমান এর বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় নিউজ করেন, এবং ২৪ আগস্ট বৃহস্পতিবার মণিরামপুর থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান থেকে যুবলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
এবিষয়ে উপজেলা প্রেসক্লাব মণিরামপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান বলেন একটি ঘটনা ভালভাবে যাচাই বাছাই না করে যুবলীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা ভিত্তিহীন নিউজ করে দলের ভাবমূর্তি নষ্ট করছে মণিরামপুর প্রেসক্লাব আমি এবং আমরা  এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here