বাঘারপাড়ায় মাথার উপর গাছ পড়ে এক গাছ কাটা শ্রমিক নিহত

0
175
আজম খান, বাঘারপাড়া (যশোর) :   যশোরের বাঘারপাড়ায় গাছ কাটার সময় কাটা গাছ মাথার উপর পড়ে আব্দুল মান্নান (৫০) নামের এক গাছ কাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত মান্নান উপজেলার দোহাকুলা ইউনিয়নের দোহাকুলা গ্রামের  মধ্যপাড়ার আব্দুল জব্বারের ছেলে। রবিবার  দুপুরে ইউনিয়নের ঠাকুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন (রবিবার) সকালে একই গ্রামের চারজন গাছকাটা শ্রমিককে নিয়ে ঠাকুরকাঠি গ্রামের আলমগীরের বসত বাড়িতে লম্বু গাছ কাটতে যান। গাছ কাটার শেষ পর্যায়ে গাছটি রশি দিয়ে বেঁধে যেপাশে নামানোর চেষ্টা করেছিলেন সেই পাশে গাছটি না পড়ে তার পাশে থাকা পেয়ারা গাছের উপর পড়ে, এরপর পেয়ারা গাছের পাশে দাড়ানো আব্দুল মান্নানের মাথার উপর গাছটি পড়ে।
স্থানীয়রা এসময় আহত মান্নানকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আব্দুল মান্নান একজন অভিজ্ঞ গাছকাটা শ্রমিক। তিনি দোহকুলা গ্রামে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে  শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। ছোট ছেলে জন্ম থেকেই রোগাক্রান্ত। করোনাকালিন সময়ে বড় ছেলে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হলে পরিবারের একমাত্র উপার্জনকারী হিসাবে ছিলেন মান্নান।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াসমিন আক্তার সাংবাদিকদের বলেন, ‘গাছ কাটা শ্রমিক আব্দুল মান্নান ঘটানাস্থলেই নিহত হয়েছেন’।বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here