নড়াইলে আকস্মিক পরিদর্শনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

0
196
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে : নড়াইলে আকস্মিক পরিদর্শনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) নড়াইল জেলা আকস্মিক পরিদর্শন। শনিবার (২৬ আগস্ট) ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) নড়াইল জেলা আকস্মিক পরিদর্শন করেছেন। বাংলাদেশ পুলিশের অন্যতম আইকন সম্মানিত অতিরিক্ত আইজিপি এ উপলক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে পোঁছালে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
 জেলা পুলিশের একটি চৌকস টিম অ্যাডিশনাল আইজিপিকে সালাম প্রদর্শন করেন। সালাম গ্রহণ শেষে তিনি পুলিশ সুপার ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন সম্মানিত অ্যাডিশনাল আইজিপিকে এস এম সুলতানের একটি চিত্রশিল্প সম্মাননা স্মারক হিসেবে উপহার দেন। পাশাপাশি সম্মানিত অ্যাডিশনাল আইজিপি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া’কে নেতা মোদের শেখ মুজিব” বইটি  উপহার দেন।
এ সময় নড়াইল জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here