ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

0
195
ভ্রাম্যমান প্রতিনিধি , ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত অপর দুইজন আহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে চুকনগর শাহাপুর সড়কের মধুগ্রাম মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।
রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সানোয়ার হোসেন মাসুম জানায় , চুকনগর হতে ছেড়ে আসা দৌলতপুরগামী (যশোর-ট-১১১৫২২) ট্রাক মধুগ্রাম মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একই দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেল (সাতক্ষীরা-হ-১১-৯১৬৮) এর পিছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্য সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার তৈলকুপি গ্রামের কালীপদ দাসের ছেলে স্বপন দাস (৪৫) ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা অপর দুইজন আরোহী একই উপজেলার মিঠাবাড়ি গ্রামের মুজিবুর সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৫ ) ও তৈলকুপি গ্রামের মৃত আনার মল্লিকের ছেলে নুর ইসলাম মল্লিক খোকা (৬২) আহত হন। আহত আরোহীদ্বয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে। ট্রাকেট ড্রাইভার ও হেলপার পালিয়েছে। লাশ সুরতহাল রির্পোটের জন্য মর্গে পাঠানো হয়েছে ও ট্র্যাকটি রঘুনাথপুর তদন্ত কেন্দ্রে পুলিশের হেফাজত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here