যশোর ২৫০ শহর জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সাথে চিকিৎসকদের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

0
180
যশোর : যশোর ২৫০ শহর জেনারেল হাসপাতালে  সাংবাদিকদের সাথে চিকিৎসকদের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত। বৃহস্পতিবার দুপুর একটাই জেলা সার্কিট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকারেল প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের উপস্থিতিতে, সবাই উপস্থিত আছেন হাসপাতালে তত্ত্বাবধায়ক হারুনা রশিদ, বিএম এর সভাপতি কামরুল ইসলাম বেনু, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ গোলাম মোর্তোজা, দৈনিক কল্যাণের সম্পাদক একরামউদ্দৌলা, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সভাপতি জাহিদ হাসান টুকুন,  সম্পাদক তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সম্পাদক এসএম ফরহাদ,যশোর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মনোতোস বসু সম্পাদক এইচ আর তুহিন, ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস, সম্পাদক এম আর মিলনসহ অনেক সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মীমাংসা মিটিং হাসপাতালে তত্ত্বাবধায়ক জনাব হারুনুর রশিদকে মানুষের সাথে ভালো ব্যবহার করার পরামর্শ দেন সেই সাথে সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনা মেনে কাজ করার অনুরোধ করেন, মন্ত্রী মহোদয়। ডাক্তার  হারুন রশিদ সবার সাথে হাত  মিলিয়ে দুঃখ প্রকাশ করে পাশে থাকার জন্য সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here