দর্শনা থানা পুলিশের হাতে  ১০০ লিটার  কেরুজ মদসহ গ্রেফতার ৩ 

0
314
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশ কেরুজ এলাকা থেকে ১শ লিটার মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার ভোরে  দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ শামিম রেজা সঙ্গীয় অফিসার-ফোর্স কেরু ডিস্টিলারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।এসময় কেরু এন্ড কোং  (বাংলাদেশ লিমিটেড) এর চিনিকলের প্রধান গেটের সামনে থেকে জয়রামপুর গ্রামের মতলেব মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৩৫),কেরুজ হাসপাতাল পাড়ার সবেদ আলীর ছেলে সুজন খান (৩৩), আকুন্দবাড়িয়ী ফার্মগেট এলাকার দুলাল মন্ডলের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪০)কে ১শ  লিটার চোলাই মদসহ গ্রেফতার করে।পুলিশ জানায় উদ্ধারকুত মদের মূল্য ১লাখ টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায়  মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here