ভারতের বিএসএফের প্রতিনিধিদল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে ভ্রমন

0
174

বেনাপোল থেকে এনামুলহকঃ আজ শনিবার সকাল সাড়ে ১০টায়  শ্রী আয়ুষ মণি তিওয়ারি, আইপিএস মহাপরিদর্শক, ফ্রন্টিয়ার সদর দপ্তর সাউথ বেঙ্গল (পাসপোর্ট নং D1153068) এর নেতৃত্বে ০৫ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল ( সস্ত্রীক-০৩জন) বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত হতে বাংলাদেশে আগমন করেন।বিএসএফ এর অন্যান্য প্রতিনিধি দলের হয়ে এসেছেন শ্রী দীনেশ কুমার যাদব, আইপিএস মহাপরিদর্শক, ফ্রন্টিয়ার সদর দপ্তর গোহাটি। পাসপোর্ট নং O1606150 শ্রী দীপক মদামোর,আইপিএস মহাপরিদর্শক, ফ্রন্টিয়ার সদর দপ্তর নর্থ বেঙ্গল।পাসপোর্ট নং O1645322 শ্রী অমেরিশ কুমার আর্য, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নোডাল অফিসার, ফ্রন্টিয়ার সদর দপ্তর  সাউথ বেঙ্গল। পাসপোর্ট নং O1645317 কলকাতার সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী রাজেশ কুমার। বিএসএফ প্রতিনিধি দল ১১:১০ মিনিটে সড়ক পথে যশোর শহরস্থ হোটেল জাবীর ইন্টারন্যাশনালের উদ্দেশ্যে বেনাপোল ত্যাগ করেন।আগামী ০২-০৫ সেপ্টেম্বর রিজিয়ন কমান্ডার, বিজিবি যশোর ও রংপুর এবং আইজি বিএসএফ, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ার এর মধ্যে যশোরে অনুষ্ঠিতব্য ১৮তম সীমান্ত সমন্বয় সন্মেলনে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশে আগমন করেন এবং সমন্বয় সন্মেলন শেষে আগামী ০৫ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি বেনাপোলস্থল বন্দর হয়ে ভারতে প্রত্যাবর্তন করবেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here