শাহাদতআলী ,হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচীর মধ্যদিয়ে সচেতনতামূলক কর্মসূচী পালন করেছে হরিণাকুণ্ডু প্রশাসন। রবিবার (৩ সেপ্টেম্বর) এ কর্মসূচী পালন করা হয়।”আতঙ্ক নয় সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এই সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়।
এসময়ে ঝোপঝাড়, ড্রেন এবং খানাখন্দে জমে থাকা পানিতে ফগার স্প্রের সাহায্যে মশক নিধনের ঔষধ ছিটিয়ে কিভাবে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত জিবাণু ধ্বংস করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। তাছাড়াও সকল ইউনিয়নের চেয়ারম্যান পরিষদের মাধ্যমে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচী পালনের মাধ্যমে আরও জনগনের দোরগোড়ায় কিভাবে পৌঁছানো যায় সেই কার্যক্রম হাতে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এঁর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচীতে এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসাইন, পৌর মেয়র মোঃ ফারুক হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ,সকল ইউপি বিভিন্ন সরকারি বে-সরকারী কর্মকর্তা স্কুল,কলেজের প্রধান,জনপ্রতিনিধি,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ, সহ আরও অনেকেই। তাছাড়াও হরিণাকুণ্ডু পৌর’তে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, ড্রেন পরিষ্কার সহ সাইক্লোন ঔষুধ ডিজেল মিক্সার করে ডেঙ্গু মশক নিধন সহ নানা কর্মসূচী ব্যবহার করে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান পৌর সভার সহকারী প্রকৌশলী (সিভিল)মোঃ রাশেদ আলী খান।















