কাগজ সংবাদ : ২০২৩ সালে যশোর জেলা আইনজীবী সমিতিতে যোগদান কারী ৩১ জন তরুণ আইনজীবীকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নিয়েছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি। বৃহস্পতিবার দুপুর তিনটায় জেলা আইনজীবী সমিতির ১ নং মিলনায়তনে ‘আসুন স্বচ্ছতায় , আসুন দক্ষতায়’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এক নবীন বরণ উৎসবের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রবীন ও নবীন আইনজীবীদের মিলন মেলায় পরিনত হয়। সংগঠনের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু। অনুষ্ঠানে সাংগঠনিক বক্তব্য রাখেন কাজী ফরিদুল ইসলাম। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ আয়োজন কমিটির আহবায়ক গোলাম মোস্তফা সুমন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রবীন আইনজীবী মঞ্জুরুল হক ও রমজান আলী, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি সভাপতি মোঃইসহক, দেবাশীস দাস, মোজাফ্ফর উদ্দীন মোহন, গাজী আব্দুল কাদির, পিপি এম ইদ্রিস আলী, মোঃ আলী রায়হান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট, শহীদ আনোয়ার, এম এ গফুর, শামছুর রহমান, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মুকুল, মিলন মিত্র । অনুষ্ঠানে আরও অংশ নেন, খালিদ হাসান জিউস, মোস্তফা হুমায়ন কবীর, বদরুজ্জামান পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নবীন আইনজীবীদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্বপালনের আহবান জানান। নবীনদের মধ্যে বক্তব্য রাখেন আলমগীর হোসেন মোড়ল, মীর ফিরোজ হাসান ও শিরিন বিথি।















