মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ ২৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।
শুক্রবার সকাল ৮ টার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই(নি:) মোঃ সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্স উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এসময় মনোহরপুর মোড় হতে একই গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ ইয়াদুল হোসেন (৩৭) কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাসী করে ২৪ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।















