মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৫২ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা’র নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ শামিম রেজা, সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান, এএসআই(নিঃ) শেখ আবু হানিফ ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার ছয়ঘরিয়া গ্রামের আঃ রবের ছেলে আক্তারুল ইসলাম(৪৫)’র বাড়িতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে রান্না ঘর হতে অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ১লাখ ৪ হাজার টাকার ৫২ বোতল ফেন্সিডিলসহ আক্তারুলকে গ্রেফতার করে। সকালে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।















