চৌগাছায় এক রাতে ৩ ট্রান্সফরমর ১ মটর চুরি গত আট মাসে ৩৫টি ট্রান্সফরমর চুরি

0
153

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় আবারও বিদ্যুতের ট্রান্সফরমর চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরচক্র এবার চৌগাছা পৌরসভার পাঁচনামনা গ্রামের মাঠ হতে মঙ্গলবার দিবাগত রাতে তিনটি ট্রান্সফরমর ও একটি বিদ্যুত চালিত মটর চুরি করে নিয়ে গেছে। যার ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে। চলতি বছরের এ পর্যন্ত চৌগাছা হতে ৩০/৩৫ টি ট্রান্সফরমর চুরি হয়ে গেছে বলে বিদ্যুত অফিস সুত্রে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক ও বিদ্যুত অফিস সূত্র জানিয়েছেন, পাঁচনামনা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে লোকমান হোসেন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। পাঁচনামনা-নিয়ামতপুর সড়কের পাশে তার নিজস্ব ও লিজ নিয়ে বিঘার পর বিঘা জমিতে ফলসহ হরেক রকমের চাষাবাদ আছে। নানা ধরনের ফসলের চাষ করায় ওই কৃষক দিন এমনকি রাতের বেশির ভাগ সময় মাঠেই থাকেন। মঙ্গলবার দিবাগত রাতে সে অন্য রাতের মতই মাঠে অবস্থান করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে সে বাড়িতে চলে আসেন। সকালে মাঠে যেয়ে দেখতে পাই তার সেচ পাম্পের মটর নেই, এরপর বিদ্যুতের খুটির নিচে পড়ে আছে ট্রান্সফরমর। পরপর তিনটি খুটি হতে চোরেরা ট্রান্সফরমর খুলে নিয়ে গেছে। ঘটনাটি তিনি তাৎক্ষকিন স্থানীয় কৃষকদের জানান, খবর পেয়ে ওই মাঠে উৎসুক মানুষের ভিড় বেড়ে যায়। এরপর চুরির বিষয়টি ওই কৃষক স্থানীয় বিদ্যুত অফিসকে জানানোর পাশাপাশি থানাকেও মৌখিক ভাবে অবহিত করেন।
কৃষক লোকমান হোসেন বলেন, মাঠে আমার হরেক রকমের ফসলের চাষ থাকায় মাঠ ও বাড়ি সমান বলে মনে করি। বাড়িতে যদি ১ ঘন্টা থাকি তবে মাঠে থাকি ৫ ঘন্টা। ওই রাতে বৃষ্টি আসায় আমি বাড়ি চলে আসি এবং গভীর রাতে এই চুরির ঘটনা ঘটতে পারে। চুরির বিষয়টি আমি সংশ্লিষ্ঠদের জানিয়েছি, বিদ্যুত অফিস হতে লোকজন এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনে হচ্ছে এরা প্রশিক্ষিত চোরচক্র। কাঠের খাম্বায় অবলিলায় উঠে গেছে ট্রান্সফরমর খুলে আবার নিরাপদে নেমে এসেছে। এই চক্র প্রায় মাসেই কোথাও না কোথা হতে ট্রান্সফরমর চুরিতে লিপ্ত রয়েছে।
চৌগাছা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, এক কৃষক এসে অভিযোগ করেছেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংঘবদ্ধ চোরচক্র এর আগে কখনও চৌগাছাতে ট্রান্সফরমর চুরি করেনি, কিন্তু ২০২২ সাল হতে চুরির ঘটনাটি বেড়ে গেছে। চলতি বছরের আজ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা হতে অন্তত ৩৫টি ট্রান্সফরমর চুরি হয়ে গেছে। আমি থানা অফিসার ইনচার্জ সাহেবের সাথে কথা বলেছি। চোরচক্রকে কি ভাবে আইনের আওতায় আনা যায় সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here