কাগজ সংবাদ : যশোরে র্যাবের অভিযানে নিজ বাড়ি থেকে অস্ত্র ও মাদকসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। আটক জসিম যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের একরামুলের ছেলে। মঙ্গলবার গভীর রাতে যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এরপর তার কাছথেকে ২৯ পুরিয়া গাজা ও একটি ওয়ানশুটারগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একটি অস্ত্র ও সাতটি মাদক মামলা রয়েছে।
র্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাহিদিয়া গ্রামে একজন মাদক নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছথেকে ২৯ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে জসিম জানায়, তার কাছে অস্ত্র ও গুলি রয়েছে। পরে তার বাড়ির সামনের বালির স্তুপ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়।















