প্রেস বিজ্ঞপ্তি : বাম গণতান্ত্রিক জোট, যশোরের উদ্যোগে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
যশোর শহরে অটো/ ব্যাটারী চালিত রিকসা ও ইজিবাইক চলাচল নিয়ে সৃষ্ট সংকট
নিরসন নিয়ে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার বরাবর
স্মারক লিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা
করছি আমরা গত কয়েকদিন থেকে যশোর পৌর এলাকায় অটো/ ব্যাটারী চালিত
রিকসা চলাচলের প্রশাসনিকভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। যার ফলে শহরের সাধারণ
মানুষের চলাচলের বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। এ সময়কালে জনজীবনে গভীর সংকট,
নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের কারণে কয়েক হাজার গরীব মানুষ অটো/ব্যাটারী চালিত
রিকসা চালিয়ে অতি কষ্ট করে জীবন বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আমরা দেখছি
শহরে পুলিশ প্রশাসন ব্যাটারী চালিত রিকসার মটর খুলে নেওয়া, ভেঙে ফেলা, চলাচলের
বাধা দেওয়ার মত ঘটনা ঘটছে। এ অবস্থায় শহরে রিকসা চলাচল প্রায় বন্ধ হয়ে
পড়েছে। আমরা মনে করি এভাবে বন্ধ করাটা সমাধান নয়। পৌরসভার মধ্যে
যুগোপযোগী নীতিমালা প্রবর্তনের মধ্য দিয়ে গরীব মানুষদের বাঁচাতে হবে বা
বাঁচার অধিকার দিতে হবে এবং স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করে দিতে হবে।
স্মারকলিপি দেওয়া সময় উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সভাপতি ও বাম
গণতান্ত্রিক জোট যশোরের সমন্বয়ক এ্যাডভেকেট আবুল হোসেন, বাংলাদেশ
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু,
বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, বাসদ
(মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় হাসিনুর রহমান, বাসদ নেতা আলাউদ্দিন,
বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা কমিটির সভাপতি আব্দুর রহিম, সিপিবি,
যশোর শহর শাখার সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কণা।















