বসুন্দিয়ায় ফা‌র্মেসী ব‌্যবসায়ীকে ইয়াবাসহ আটক ক‌রে‌ছে পু‌লিশ

0
173
নিজস্ব প্রতিবেদক || যশোর সদরের বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এ এস আই আ:আলিম গাইদগাছি গ্ৰাম থেকে ২০ পিচ ইয়াবা সহ শা‌হিন না‌মের এক মাদক কারবারিকে আটক করেছেন।
আটককৃত মোঃ শা‌হিন (৩০) গাইদগাছি পূর্ব পাড়ার ওমর আলী মোল্লার ছেলে। বসুন্দিয়া মো‌ড়ে দীর্ঘদিন ধরে একটি ফার্মেসি ব‌্যবসা প‌রিচা‌লনা কর‌তো সে,  আড়া‌লে কর‌তো মাদক কারবারী।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, বুধবার  রাত ১টার দিকে ,ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি চলাকালীন, গোপন সংবাদের ভিত্তিতে গাইদগাছি থেকে ২০পিচ ইয়াবা সহ শাহিন কে আটক করা হয়। পুলিশ আরো জানায় শাহিন দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। শাহিন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here